মহসীন কবির : [২] ভারতে করোনা ভাইরাসে এই নিয়ে সেখানে মোট শনাক্ত দাঁড়ালো ১ লাখ ৪৫ হাজার ৩৮০ জনে। আর প্রাণ গিয়েছে মোট ৪ হাজার ১৬৭ জনের। মঙ্গলবার (২৬ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
[৩] মোট করোনা সংক্রমিত থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮০ হাজার ৭২২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৪৯০ জন। রাজ্য ভেদে ভারতের মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৫ জনের। ৮৮৮ জন মারা গিয়েছেন গুজরাটে। এছাড়া মধ্যপ্রদেশে ৩০০, পশ্চিমবঙ্গে ২৭৮, দিল্লিতে ২৭৬, রাজস্থানে ১৬৭, উত্তরপ্রদেশে ১৬৫ ও তামিলনাড়ুতে ১১৮ জনের প্রাণ নিয়েছে কোভিড-১৯।