শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জট কমাতে রাজধানীর আসে-পাশে ৫টি বেসরকারী পর্যায়ের টার্মিনাল থেকে কন্টেনার সরবরাহ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কিশোর সরকার : [২] এ ব্যাপারে কাস্টম কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে বললেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আমদানিকারকরা যাতে এ-সব বেসরকারী বন্দর থেকে কাস্টম সংক্রান্ত সব কাজ করাতে পারেন সে ব্যাপারে কাস্টমস কর্তৃপক্ষ সম্মদি দিয়েছেন। তাঁরা প্রয়োজনীয় জনবলও দিবেন বলে জানিয়েছেন তিনি।

[৩] মোক্তারপুর সামিট গ্রুপের টার্মিনাল, খানপুর টার্মিনালসহ ৫টি বেসরকারি টার্মিনালে আপাদত ১৫ হাজার কন্টেইনার রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে আরো বেশ কয়েকটি টার্মিনালের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

[৪] বর্তমানে চট্টগ্রাম বন্দরে ৫১৭৩২টি কন্টেইনার পড়ে আছে। অতিরিক্ত কন্টেইনারের কারণে বন্দরের স্বাভাবীক খালাস কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম। দেশের আমদানি-রফতানির ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে। এর মধ্যে ৭০ শতাংশ কনটেইনার বোঝাই পণ্যই থাকে ঢাকাগামী। যার ৫০ শতাংশ সড়ক এবং ১১ শতাংশ রেলপথে পরিবহন হয়।

[৫] কিন্তু করোনভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় আমদানীকারকরা কন্টেইনার ডেলিভারি না নেয়ায় কমলাপুর কন্টেইনার ডিপেতে কন্টেইনার রাখার জায়গা নেই। তাই বেসরকারী বন্দরে কন্টেইনার রাখার জায়গা করা হয়েছে। আর রাখার জায়গা করায় শুক্রবারও দু’হাজার কন্টেইনার খালাস করা সম্ভব হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।

[৬] প্রতিমন্ত্রীর সাথে চট্টগ্রাম বন্দর নিয়ে কথা এসব জানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়