আইরিন হক, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনে প্রিজাইডিং অফিসার নিয়োগ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিকে জড়িয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন বলেন, “গত ১৩ অক্টোবর বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিমের সঙ্গে আমার মনোমালিন্য বা মারধরের ঘটনা ঘটেছে — এমন বিভ্রান্তিকর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এসব মিথ্যা প্রচারণা আমার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি নষ্ট করছে। বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত হয়েছে। তাই অনুরোধ করছি, এ বিষয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন।”
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “আমি বিদ্যালয়ের সভাপতি হিসেবে কখনো ক্ষমতার অপব্যবহার বা প্রভাব বিস্তার করিনি। শিক্ষকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করে আসছেন। এখনো আমি দায়িত্বে আছি। ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে প্রধান শিক্ষক আমার সঙ্গে আলোচনা না করায় সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে কিছুক্ষণ পরেই তা মিটে যায়। কিন্তু এই ছোট্ট ঘটনাকে বিকৃত করে একটি মহল অপপ্রচার চালাচ্ছে, যা আমার ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।”
তিনি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানান।