শিরোনাম
◈ বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত ◈ সাংবাদিকদের উপযুক্ত বেতন না দি‌লে প্রতিষ্ঠানের অ‌্যাক্রিডিটেশন ও সরকারের দেয়া সু‌বিধা বা‌তিল করা হ‌বে: তথ‌্য উপ‌দেষ্টা ◈ আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত? ◈ ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ সোমবার : ইসি সচিব ◈ ইতালির প্রধানমন্ত্রী আসছেন ডিসেম্বরেই, আলোচনায় থাকবে অভিবাসন ◈ ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি, ৫ দফায় হয়েছে আসনভিত্তিক জরিপ ◈ ট্রেনে অস্ত্র পাওয়া নিয়ে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে আরও ৪ মৃত্যু, মোট প্রাণহানি ২৬৩ ◈ জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ সোমবার ◈ ৪ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, জরুরি বার্তা বিটিআরসির

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে নন্নী মাঠখোলা এলাকায় সিএনজি থামিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১

শেরপুরের নালিতাবাড়ীতে প্রকাশ্যে সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় আব্দুর রহিম ওরফে হাম্বুল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ সেপ্টেম্বর শনিবার তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার উপজেলার নন্নী পশ্চিমপাড়া
মাঠখোলা এলাকায় একটি ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর গোদাগাড়ি এলাকার সাগর আলী পেশায় রাজমিস্ত্রী। কাজের সুবাদে গত সোমবার সকালে শেরপুর থেকে দুটি সিএনজি রিজার্ভ নিয়ে সঙ্গীয় শ্রমিকসহ নালিতাবাড়ীর সমশ্চুড়ায় আসছিলেন। এসময় নন্নী পশ্চিমপাড়া মাঠখোলা এলাকায় পৌছামাত্র সকাল সাড়ে দশটার দিকে সিএনজি থামিয়ে নন্নী এলাকার আব্দুর রহিম ওরফে হাম্বুল, হেলাল উদ্দিন, রবিউল ইসলাম ও সোহেলসহ চারজন মিলে দেশীয় অস্ত্রের মুখে ছিনতাই চালায়। এসময় শ্রমিকদের সাথে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা ও একটি এনড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে এ ঘটনায় সাগর আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, জড়িত একজনকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়