শিরোনাম
◈ বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত ◈ সাংবাদিকদের উপযুক্ত বেতন না দি‌লে প্রতিষ্ঠানের অ‌্যাক্রিডিটেশন ও সরকারের দেয়া সু‌বিধা বা‌তিল করা হ‌বে: তথ‌্য উপ‌দেষ্টা ◈ আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত? ◈ ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ সোমবার : ইসি সচিব ◈ ইতালির প্রধানমন্ত্রী আসছেন ডিসেম্বরেই, আলোচনায় থাকবে অভিবাসন ◈ ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি, ৫ দফায় হয়েছে আসনভিত্তিক জরিপ ◈ ট্রেনে অস্ত্র পাওয়া নিয়ে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে আরও ৪ মৃত্যু, মোট প্রাণহানি ২৬৩ ◈ জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ সোমবার ◈ ৪ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, জরুরি বার্তা বিটিআরসির

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে স্ত্রী ঝর্ণা ওরফে বন্যা হত্যার অভিযোগে স্বামী সৌরভ কুমার দাসকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে স্বামী সৌরভ দাসকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়। 

এর আগে একইদিন সকাল ৭ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে (র‌্যাব-১০), সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম জানান, 'গত ২০ অক্টোবর সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলার নজরুল ইসলাম খোকন নামের এক ব্যক্তির ভাড়াটিয়া বাসায় ঝর্ণা ওরফে বন্যাকে (২১) বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে স্বামী সৌরভ কুমার দাস। গত চার বছর পূর্বে ফরিদপুর সদরের বঙ্গেশ্বরদী এলাকার সৌরভ কুমার দাসের সাথে বিবাহ হয় বন্যার। তাদের পরিবারে সিদ্ধার্থ নামে দুই বছর ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর হতে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হতো।'

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, 'দাম্পত্য কলহের জের ধরে অনেকদিন ধরেই বন্যা বেশ কিছুদিন যাবৎ তার মা-বাবার সাথে থাকতো। ঘটনার দিন ভোর বন্যার মা শেফালী রানী পাশের বাড়ির জামশেদুর রহমানের বাসায় কাজ করতে যায়। সকাল অনুমান ১১ টার সময় কাজ শেষে বাড়িতে এসে ঘরে প্রবেশ করে বন্যাকে ঘরের মেঝে বুকের উপর বালিশ রাখা অবস্থায় চিৎ হয়ে পরে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বন্যার মা বুঝতে পারেন তার মেয়েকে জামাই সৌরভ কুমার দাস বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন বন্যার মা শেফালী রানী মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।'

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, 'গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়