শিরোনাম
◈ বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না ইইউ ◈ সৌদি আরবে মাটির নিচে ২৪৪ টন সোনার খনির সন্ধান! ◈ ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আসছে ◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি ◈ ক্রিকেটার সূর্যকুমারকে নিয়ে মন্তব্য করে বিপদে খুশি মুখোপাধ্যায়, অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা ◈ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ সিরিজ স্থগিত হওয়ায় চ্যালেঞ্জ নিতে না পারার হতাশা গ্রাস করেছে লায়নকে

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়া-বাংলাদেশ তেমন মুখোমুখি দেখা হয় না। আর টেস্ট ক্রিকেটে তো একেবারেই কম। কিন্তু এবছরের সূচিতে দুই টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বাংলাদেশ-অস্ট্রেলিয়ার। কিন্তু বেরসিক করোনাভাইরাস সবকিছু থামিয়ে দেয়ায় এই দেখা আর হচ্ছে না। আর এতে বেশি আক্ষেপে পুড়ছেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন।

[৩] সবশেষ সফরে প্রথম টেস্টের হার, সিরিজ হারের শঙ্কা, কিছুই ভোলেননি ন্যাথান লায়ন। ২০১৭ সালের সেই সিরিজে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনারের ধারণা, এবারও বাংলাদেশ সফর তাদের জন্য হতে পারত কঠিন পরীক্ষা। কিন্তু সেই চ্যালেঞ্জ আপাতত পিছিয়ে যাওয়ায় হতাশ লায়ন।

[৪] আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী জুনে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে একের পর এক সিরিজ স্থগিত হওয়ার মিছিলে জায়গা পেয়ে গেছে এটিও। দুই দেশের বোর্ডের যৌথ সিদ্ধান্তে পিছিয়ে গেছে সিরিজ।

[৫] গতবারের অভিজ্ঞতা থেকে লায়নের ধারণা ছিল, এবারও অপেক্ষায় ছিল আরেকটি চ্যালেঞ্জিং সিরিজ। বাংলাদেশে যাওয়া হচ্ছে না, এটা অবশ্যই হতাশাজনক। আমাদের জন্য সিরিজটি হতো বড় এক চ্যালেঞ্জ। বাংলাদেশ এমন জায়গা, যেখানে আমি ব্যক্তিগতভাবেও চ্যালেঞ্জ টের পাই খেলতে দারুণ উপভোগ করি।

[৬] কোভিড-১৯ রোগের প্রভাবে স্থগিত হয়ে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ একের পর এক সিরিজ। আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়া নিয়ে শঙ্কা আছে প্রবল। ফাইনাল পেছানোর মত দিচ্ছেন অনেক ক্রিকেটারও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়