দিনাজপুর প্রতিনিধি:[২] দিনাজপুর সদরের সুইহারী আশ্রমের ১শ‘ ৭০টি পরিবার করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে স্বইচ্ছায় লকডাউনে আবদ্ধ।
[৩] এলাকাবাসী জানিয়েছে, করোনা ভাইরাস মহামারী আকারে রূপ নিয়েছে তাই সরকার দেশের প্রধান প্রধান সড়ক বন্ধ করে দিয়ে এক এলাকা থেকে অন্য এলাকা প্রবেশ সীমিত করেছে। তাই আমরাও আমাদের পরিবার ও এলাকাবাসীর নিরাপত্তার সার্থে স্বইচ্ছায় লকডাউন ঘোষণা করছি।
এলাকাবাসীর প্রবেশে জন্য একটি গেটের হাত ধোয়া ও স্যানিটাইজারের ব্যাবস্থা করা হয়েছে। এছাড়া এলাকায় প্রবেশের আগে হাত ও জীবানুনাশক স্প্রে করে প্রবেশেরও অনুরোধ করা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার