শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বিআইটিআইডিতে করোনা শনাক্ত করতে এ পর্যন্ত ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি : [২] সীতাকুণ্ডের বিআইটিআইডিতে করোনা শনাক্ত কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদেকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

[৩] গত ২৬ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হয় করোনা শনাক্তের পরীক্ষা। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ৩৩টি নমুনা পরীক্ষা করেছি। এর মধ্যে মঙ্গলবার ৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া গতকাল পর্যন্ত ২৭টি নমুনা পরীক্ষা করা হয়।

[৪] এদিকে করোনাভাইরাস শনাক্তের প্রথম ধাপের স্ক্রিনিংয়ের জন্য সাড়ে আটশ’ স্ক্রিনিং কিট বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

[৫] সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কিটগুলো বিআইটিআইডি’র পরিচালক প্রফেসর এমএ হাসান চৌধুরীর কাছে হস্তান্তর করেন শিক্ষা উপমন্ত্রী।

[৬] চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী জানান, এসব কিট ব্যক্তি উদ্যোগে শিক্ষা উপমন্ত্রী বিআইটিআইডিকে দিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, ‘করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে টেলিমেডিসিন সেবা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়