শিরোনাম
◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি ◈ নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা আরও ভালো হবে: সেনাসদর (ভিডিও)

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুখ ফিরিয়ে নিলেন আত্মীয়স্বজন, হিন্দু বৃদ্ধের সৎকার করলেন মুসলিম যুবকরা

আব্দুল্লাহ মামুন: [২] বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয় ভারতের বুলন্দ শহরের বাসিন্দা রবিশংকরের। প্রতিবেশীরা মনে করেন করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে রবিশংকরের। কিন্তু শেষ দেখাটুকু কেউ দেখতে আসেননি। রবিশংকরের পাড়ার পাশেই রয়েছে মুসলিম অধুষ্যিত এক এলাকা। খবর জানাজানি হতে, একদল মুসলিম যুবক তৎক্ষণাৎ চলে আসেন মৃত রবিশংকরের বাড়িতে। জানতে পারেন, সৎকার করার কেউ নেই।

[৩] পাড়া-প্রতিবেশী তো দূরের কথা আত্মীয়স্বজনরা পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়েছিলেন অসহায়, শোকাহত পরিবারটির কাছ থেকে। এ অবস্থায় সৎকার কীভাবে হবে? চিন্তায় পড়ে যান রবিশংকরের পরিবার।শ্মশান অবধি কাঁধে করে নিয়ে যাওয়ারও যে কেউ নেই!

[৪] অসহায় পরিবারের চরম বিপদ দেখে ওই মুসলিম যুবকরাই তার পরিবারকে আশ্বাস দেন যে, সৎকারের সমস্ত ব্যবস্থা তারাই করবেন।

[৫] মাথায় টুপি, আর মুসলিম যুবকদের মুখে তখন ‘রামনাম সত্য হ্যায়’ ধ্বনি। রবিশংকরের মৃতদেহ কাঁধে করে শ্মশান পর্যন্ত নিয়ে সৎকারের ব্যবস্থা তারাই করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল। সম্প্রতির দৃশ্যতে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যম।

[৫] তাদের একজন বলেন “এটাই আমাদের প্রকৃত ভারতবর্ষ” কাজী নজরুলের কবিতার লাইন উল্লেখ করে বলছেন, ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়