মেক্সিকোর উপকূলে ড্রোন ফুটেজে দেখা গেছে, ওর্কা বা কিলার হোয়েলের একটি দল একযোগে অল্প বয়সী গ্রেট হোয়াইট শার্ক শিকার করছে এবং সবাই মিলে ভাগাভাগি করে এর লিভার খাচ্ছে। ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ক্যালিফোর্নিয়ায় এর আগেও এ ধরনের ঘটনা দেখা গেলেও মেক্সিকোতে এই প্রথম প্রমাণ ধরা পড়েছে। খবর সিএনএনের।
২০২০ ও ২০২২ সালের ঘটনাগুলোতে দেখা যায়, কয়েকটি ওর্কা দল একযোগে শার্ককে আক্রমণ করে, শরীর উল্টে দিয়ে একে অবশ করে ফেলে-যার ফলে সহজেই লিভার ছিঁড়ে নেয়া যায়। হাঙরের লিভার অত্যন্ত পুষ্টিকর এবং শরীরের তুলনায় বড় হওয়ায় ওর্কাদের কাছে এটি আকর্ষণীয় খাবার।
গবেষকরা মনে করছেন, এই আচরণ নিয়মিত হলে সাদা হাঙরের জনসংখ্যার ওপর চাপ বাড়তে পারে।
বিশেষজ্ঞরা আশঙ্কার কথা বলেন, এটি নির্দিষ্ট ওর্কা দলের শেখা শিকার কৌশল, যা শিকার সংস্কৃতির অংশ হিসেবে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। ফলে ওর্কা ও হাঙর-দুই প্রজাতির সংরক্ষণে এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।