শিরোনাম
◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৮:৩৪ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক তিনজনের কারাদন্ড

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের সময় ইয়াবা ও গাঁজাসহ আটক করে ওয়াহেদুল ইসলাম আকরাম (২৮), মো. শাহাব্বুদ্দি (৫৫) ও সাইয়র আলী (৪০) নামে তিনজনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন গোপাল সুর, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা এবং মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জেল-জরিমানা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। তিনজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বানিয়াকান্দি সিদ্বেশ্বরীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়।

তাদের মধ্যে ওয়াহেদুল ইসলাম আকরামের কাছ থেকে তিন পিস ইয়াবা, মো. শাহাব্বুদ্দির কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও সাইয়র আলীর কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দণ্ডিত তিনজনের মধ্যে ওয়াহেদুল ইসলাম আকরাম কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকার ফাইজুল ইসলাম ভূইয়ার ছেলে, মো. শাহাব্বুদ্দি জেলার নিকলী উপজেলার কারপাশা গ্রামের মৃত ফজর আলীর ছেলে এবং সাইয়র আলী সুনামগঞ্জ জেলার ছাতক থানার শিবনগর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়