ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া(কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কাউসার (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের তেতাভূমি গ্রামের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাউসার ওই এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাউসার স্থানীয় ফেরদৌসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক ক্রেতার চালকবিহীন মোটরসাইকেলে এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। এসময় দোকানদার ফেরদৌস তাকে বাধা দিলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে কাউসার বাড়িতে গিয়ে হাতে দা নিয়ে আবারও দোকানের সামনে আসতে চাইলে স্থানীয় লোকজন তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে কাউসারের মা রাজিয়া খাতুন ও চাচি দেলোয়ারা বেগম তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পাশের একটি চাপানো দরজা দিয়ে ঘরে প্রবেশ করে তারা দেখতে পান—কাউসার ঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে নিহত কাউসারের বাম হাতে আঘাতের রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।