শিরোনাম
◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু: ফোন চুরি বা হারালে যেভাবে ব্লক করবেন

আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন বা অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। বিজয় দিবসের দিন থেকেই চালু হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) ব্যবস্থা, যার মাধ্যমে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোনকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের আওতায় আনা হবে।

বিটিআরসি জানায়, প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএমইআই নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমকার্ডের সঙ্গে যুক্ত করা হবে। ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই শনাক্ত করা সম্ভব হবে।

১৬ ডিসেম্বরের পর কোনো নতুন মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। বৈধ ফোন ব্যবহারকারীদের এ জন্য আলাদা কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না।

গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট যদি চুরি হয় বা হারিয়ে যায়, তাহলে neir.btrc.gov.bd ওয়েবসাইটের সিটিজেন পোর্টাল, এনইআইআর মোবাইল অ্যাপ অথবা মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্রের মাধ্যমে যেকোনো সময় সেটি লক বা আনলক করা যাবে। 

ইন্টারনেট সংযোগবিহীন গ্রাহকেরাও এই সেবা নিতে পারবেন। তারা ইউএসএসডি চ্যানেল ব্যবহার করে *১২১# ডায়াল করে অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে এনইআইআর সেবা গ্রহণ করতে পারবেন।

বিটিআরসি জানিয়েছে, এনইআইআর চালুর ফলে দেশের বাজারে বৈধ হ্যান্ডসেট ব্যবহারে উৎসাহ বাড়বে, চুরি বা অবৈধ ফোনের ব্যবহার কমবে এবং নিরাপদ ডিজিটাল যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়