শিরোনাম
◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রয়োজনে প্রথম আলোর সম্পাদককে মনোনয়ন দেবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপিকে নিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত খবরকে মিথ্যা দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মতি ভাইকে বলবো হয় আপনি সাংবাদিকতা করেন, না হয় রাজনীতি করেন। প্রয়োজনে এনসিপি থেকে আপনাকে মনোনয়ন দেয়া হবে।

বুধবার (৫ নভেম্বর) রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের আমন্ত্রণে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি।

 আজ ‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’ শিরোনামের প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো পত্রিকা। এর প্রতিবাদ জানিয়েছে এনসিপি বলছে, বিএনপির সাথে আসন সমঝোতা ও মন্ত্রিসভায় হিস্যা চাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
 
এই প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, ‘২০ টা সিট ও তিন জনের মন্ত্রীত্ব দেয়ার বিষয় নিয়ে প্রথম আলোর প্রকাশিত খবর মিথ্যা। দেশের সংকটকালে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো। মতি ভাইকে বলবো হয় আপনি সাংবাদিকতা করেন, না হয় রাজনীতি করেন। প্রয়োজনে এনসিপি থেকে আমরা আপনাকে মনোনয়ন দেব।’
 
রাষ্ট্র সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নিতে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন দিয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক।
 
 রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘সংস্কার বাস্তবায়ন সরকারকেই করতে হবে। ব্যর্থ হলে সরকারের মেন্ডেট থেকে সরে যাবে।’
 
এদিকে, রাজনৈতিক অঙ্গনে বিভাজন দেখা দিয়েছে অভিযোগ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘ভিন্নমতকে যতটা ঐকমত্য আনা যায় সেটাই সফলতা।’
 
আর এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘রাজনৈতিক দলগুলো আলোচনার কিছু নেই। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে।’ উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়