এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় নগরের পূর্ব বায়েজিদ এলাকায় তার ওপর হামলা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানিয়েছেন, হামলায় এরশাদ উল্লাহসহ তিনজন আহত হয়েছেন। তবে কারা হামলায় জড়িত ও হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, হামলার পর স্থানীয় বিএনপির কর্মীরা তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন। জসিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।