শিরোনাম
◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস ◈ সুদানে আতঙ্ক, ফাশি শহ‌রের কসাই কে এই আবু লুলু? ◈ হালান্ডের রেকর্ড, বরু‌শিয়া ডর্টমুন্ডকে ৪-১ গো‌লে হারা‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ভার‌তের আদা‌নি গোষ্ঠী বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায়, আ‌লোচনা শেষ হয়‌নি ব‌লে যা‌বে না  বাংলাদেশ ◈ তিন তিনবার পিছিয়ে পড়েও ড্র ক‌রে ফির‌লো বার্সেলোনা ◈ বিশ্বমানের বন্দরের পথে চট্টগ্রাম: নতুন অবকাঠামো ও টার্মিনালসহ ক্ষমতা বাড়ছে চার গুণ ◈ যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম বিচারপতি হয়েছেন সোমা সাইদ ◈ ভারতের সেভেন সিস্টার্সকে সিঙ্গাপুর বানানোর ঘোষণা দিলেন মুকেশ আম্বানি ◈ জোট রাজনীতির সমীকরণে স্থগিত ৬৩ আসন, বিএনপি’র প্রার্থী তালিকা নিয়ে কৌতূহল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে জ্বর-গলাব্যথা নিয়ে এক যুবকের মৃত্যু

স্বপন দেব, মৌলভীবাাজর প্রতিনিধি : [২] জেলার শ্রীমঙ্গল উপজেলায় সোমবার দুপুরে উপজেলার মাজদিহি চা বাগানে তার মৃত্যু হয়। দুলাল বাউড়ি নামের ওই যুবকের বয়স ৩৫ বছর। দুলাল বাউড়ি কীর্তন গান করার জন্য দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।

[৩] এলাকাবাসীর মতে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন। তবে উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে, ওই যুবক জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

[৪] ওই চা বাগানের নিজস্ব হাসপাতালের মেডিকেল অ্যাসিসট্যান্ট আমিরুল আলম বলেন, দুলাল বাউড়ি শুক্রবার জ্বর নিয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে যান। সোমবার সকালে তার বাসা থেকে খবর এলে আমি তার বাড়িতে যাই। তখন তার ভীষণ জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যোগাযোগ করে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বেলা একটার দিকে তার মৃত্যু হয়।

[৫] স্থানীয় বাসিন্দা প্রদীপ নুনিয়া বলেন, দুলাল বাউড়ি কীর্তন দলের সঙ্গে কাজ করতেন। কুমিল্লা, যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় কীর্তন করে বেড়াতেন। ১০-১২ দিন আগে তিনি বাড়িতে আসেন। এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন। হঠাৎ করে ৩-৪ দিন ধরে তার শরীরে অসুস্থতা দেখা দিয়েছে। করোনাভাইরাসে যে সমস্যা হয়, তার শরীরে তেমনটাই দেখা গেছে। পরীক্ষা-নিরীক্ষা করে করোনা শনাক্ত হলে দ্রুত ওই চা বাগান এলাকা লকডাউন করা জরুরি। তিনি অনেকের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, দুলাল বাউড়ি ১০ দিন আগে জলবসন্তে আক্রান্ত হন। পরে সেকেন্ডারি ইনফেকশন হয়েছিল। এরপর ফুসফুস নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এ কারণে নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর প্রয়োজন মনে করছি না। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়