তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] রোববার ভোররাতে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যদের বিশেষ অভিযানে শহরের শিমরাইলকান্দি এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
[৩] আটকৃতরা হলেন, শিতানগর গ্রামের মোঃ শাকিল মিয়ার ছেলে মোঃ জুয়েল রানা (২২) , ও নিউ মৌড়াইল গ্রামের মিন্টু মিয়ার ছেলে দিনাজ (২৫)।
[৪] ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি দল জেলার সদর থানাধীন শিমরাইল কান্দি শ্মশান ঘাট সংলগ্ন জসিম ট্রের্ডাস এর সামনে অভিযান পরিচালনা করে বিদেশী রিভালভার ও ১ রাউণ্ডগুলিসহ তাদেরকে আটক করেন। আসামীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী