শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৪:০০ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদীয় কমিটির বৈঠকে যাননি স্বাস্থ্যমন্ত্রী, লাগামহীন কথাবার্তায় ক্ষোভ

আসাদুজ্জামান সম্রাট : [২] সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরেও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এখনই পিপিই’র দরকার নেই’সহ নানা লাগামহীন কথাবার্তায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

[৩] মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৬ষ্ঠ বৈঠক যাননি স্বাস্থ্যমন্ত্রী। তার অনুপস্থিতিতেই করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সংসদীয় কমিটির বৈঠকে। দেশের বিভিন্ন এলাকায় করোনা রোগী সনাক্ত ও এর সংক্রমণ মোকাবেলায় গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপসমুহ ত্বরান্বিত করতে ডাক্তার নার্স ও ওয়ার্ডবয়সহ যে সমস্ত পরিচ্ছন্ন কর্মী রয়েছে তাদের স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থায় প্রয়োজনীয় সংখ্যক পিপিআই সরবারহের জন্য যত দ্রুত সম্ভব কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

[৪] করোনা আক্রান্ত রোগী সনাক্ত করতে পর্যাপ্ত কীট সরবরাহ এবং আক্রান্ত রোগীকে আইসোলেশনে রাখার জন্য পর্যাপ্ত কোয়রেনন্টাইন ব্যবস্থা এবং আইসিইউ সুবিধা রয়েছে কিনা সে বিষয়ে তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

[৫] কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য আ.ফ.ম. রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো: আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর অংশগ্রহণ করেন। বৈঠকে স্বাস্থ্য সচিবসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়