জেবা আফরোজ : [২] বাংলাদেশে করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩৩ জন। জাগো নিউজ
[৩] সব খবর হোয়াটসঅ্যাপে পেতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা-সংক্রান্ত জনসাধারণের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই সেবা চালু করা হয়েছে। হোয়াটস অ্যাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যালার্ট পেতে প্রথমে +৪১৭৯৭৮১৮৭৯১ নাম্বারটি সেভ করুন। এরপর নাম্বারটিতে একটি HI লিখে পাঠান। এরপর একটি মেসেজ আসবে আপনার ফোনে। এরপর থেকে আপনি নিয়মিত আপডেট পাবেন। আর্থ টাইমস ২৪
[৪] হোয়াটসঅ্যাপ একটি করোনাভাইরাস তথ্য কেন্দ্র তৈরি করেছিল। whatsapp.com/coronavirus ঠিকানায় গেলে করোনাভাইরাস নিয়ে নানারকম তথ্য পাওয়া যাচ্ছে। জাগো নিউজ
[৫] বিশ্বজুড়ে যেভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা সে ভেবে এই পরিসেবাটি ঘোষণা করেন মার্ক জুকারবার্গ। একটি পোস্টে তিনি বলেন, কীভাবে করোনা থেকে নিজেকে বাঁচাবেন সে সম্পর্কিত স্বাস্থ্য পরামর্শ এখানে দেওয়া হচ্ছে। আর্থ টাইমস ২৪
[৬] প্রাথমিকভাবে পরিসেবাটি ইংরেজিতে চালু হলেও ইংরেজি, আরবি, চিনা, ফরাসি, রাশিয়ান এবং স্প্যানিশ ভাষায়ও এই সেবা পাওয়া যাবে।