ইসমাঈল হুসাইন ইমু : [২] করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের বৃহত্তর রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী বন্ধ করে দিয়েছে পুলিশ।
[৩] শুক্রবার গোয়ালন্দ থানা পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। তাই আমাদের সবার সচেতনতার জন্য শুক্রবার থেকে আগামী ১৫ দিনের জন্য যৌনপল্লী বন্ধ করা হয়েছে।
[৪] যৌনপল্লীতে প্রায় ১ হাজার ৬শ’ যৌনকর্মী রয়েছেন। এখানে প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ আসা যাওয়া করে। যে কারণে বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী