দেবদুলাল মুন্না:[২] মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস এ খবর দিয়েছে। মাহাথিরের একজন মুখপাত্র বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ৯৫ বছর বয়সী এই রাজনীতিবিদ নিজ থেকেই সারাওয়াক জেনারেল হাসপাতালের পর্যবেক্ষণে চলে যান।
[৩] মালয়েশিয়ায় তাবলিগ জামাতের একটি ইজতেমাকে ঘিরে দেশটিতে গত সপ্তাহে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। অন্তত ৯০০ জন মানুষ আক্রান্ত হয়েছে।
[৪]সেই ইজতেমাতে অংশ নিয়েছিল দুই হাজার রোহিঙ্গাও। অনিবন্ধিত এই সব রোহিঙ্গাকে খুঁজছে কর্তৃপক্ষ। মিয়ানমার থেকে পালিয়ে মালয়েশিয়ায় কমপক্ষে এক লাখ রোহিঙ্গা বসবাস করেন। যাদের কারোরই নাগরিকত্ব নেই।সূত্র দেশ রুপান্তর।
[৫]গত মাসে শেষের দিকে ক্ষমতা ছেড়ে দেন মাহাথির। তার পুরাতন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট গঠন করে ২০১৮ সালে ক্ষমতায় ফিরে এসেছিলেন তিনি।