শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁও স্কুল শিক্ষার্থীকে ধর্ষন গ্রেফতারের দাবি, প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] ঠাকুরগাঁওয়ে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে প্রাইভেট পড়ুয়া শিক্ষকের বিরুদ্ধে। ধর্ষনের শিকার হওয়া ওই শিক্ষার্থী এখন মূমূূর্ষু অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
[৩] ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলেও অভিযুক্ত শিক্ষককে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর পুলিশ বলছেন অভিযান অব্যাহত রয়েছে দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে।
[৪] এদিকে অভিযুক্তরা কেউ গ্রেফতার না হওয়ায় আজ বুধবার দুপুরে তার সহপাঠিও এলাকাবাসি বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন সহপাঠি, স্বজন ও স্থানীয়রা।
[৫] জানা যায়, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় ভাল ফলাফলের আশায় দুই বছর ধরে প্রাইভেট পরতো এলাকার সকল ভিটা গ্রামের প্রাইভেট শিক্ষক প্রভাত চন্দ্রের কাছে। পরিক্ষা শেষ হওয়ায় রোববার সকালে ফোনে করে শিক্ষার্থীর কাছে থাকা পুরাতন বই নেয়ার কথা বলে ডেকে নেয়। পরে কৌশলে ওই ইনিয়নের ফেলে রাখা একটি কক্ষে জোরপূর্বক তাকে ধর্ষন করে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষক প্রভাত।
[৬] এ ঘটনার পর স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিকটতম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাৎক্ষনিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন।
[৭] এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদি হয়ে ওই দিন বিকেলে প্রভাত চন্দ্র ও লিটন দাসের নাম উল্লেখ করে হরিপুর থানায় মামলা দায়ের করে। অভিযুক্তরা কেউ গ্রেফতার না হওয়ায় আজ বুধবার দুপুরে তার সহপাঠিও এলাকাবাসি বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন সহপাঠি, স্বজন ও স্থানীয়রা। বিক্ষোভ ও মানবন্ধনে তিন শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
[৮] ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ রকিবুল আলম জানান, ধর্ষত মেয়েটির অবস্থা অনেক খারাপ ছিল। বর্তমানে সে কিছুটা ভাল আছে। একজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার তার সার্বক্ষনিক খোঁজ খবর রাখছে।
[৯] এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করছি প্রভাত কৌশলে এ কাজটি করেছে। আমরা আরো তথ্য সংগ্রহ করছি। আসামী গ্রেফতারে আমরা তৎপর রয়েছি।
চলতি বছর হরিপুর উপজেলার ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষা দিয়েছে ওই শিক্ষার্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়