শিরোনাম
◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএল বাতিল হলে ভারতীয় বোর্ডের ক্ষতি হবে প্রায় চার হাজার কোটি রুপি

আক্তারুজ্জামান : [২] টাকার ঝনঝনানি কান পাতলেই শোনা যায় ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ লিগ এবার নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। ভারতে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে আক্রান্ত হয়েছে ১১৫ জন। ফলে পিছিয়ে দেয়া হয়েছে সকল ক্রিকেট টুর্নামেন্ট।

[৩] শুধু ক্রিকেটই নয়, ভারত সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দর্শক ও গণজমায়েত এড়াতে ঘরোয়া ও আন্তর্জাতিক সমস্ত ক্রীড়া ইভেন্ট আপাতত স্থগিত রয়েছে। এরই কোপ পড়েছে আইপিএলে। কেননা আইপিএলে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত হন।

[৪] ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিলো আইপিএলের ১৩তম আসর। কিন্তু বোর্ড সিদ্ধান্ত অনুযায়ী ১৫ দিন পিছিয়েছে এ লিগ। কিন্তু দেশটিতে ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। এমতাবস্থায় টুর্নামেন্ট মাঠে নাও গড়াতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।

[৫] এদিকে বাংলা হান্ট ও মহানগর তাদের প্রতিবেদনে বলছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ যদি ভেস্তে যায় তাহলে ভারতীয় বোর্ডের ৩ হাজার ৮৭০ কোটি রুপি ক্ষতি হতে পারে। এই বিরাট অঙ্কের মধ্যে সম্প্রচার ও রেভিনিউ মিলিয়ে ৩ হাজার ২৭০ কোটি টাকা রয়েছে। এছাড়া ২০০ কোটি টাকার সেন্ট্রাল স্পনসরশিপ ও ৪০০ কোটি টাকার টাইটেল স্পনশরশিপ রেভিনিউ৷

[৬] নিমবাস কমিউনিকেশনের চেয়ারম্যান হরিশ থাওয়ানির বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, আইপিএলে ম্যাচ প্রতি ২.৫ কোটি রুপি ক্ষতি হতে পারে। যদি আইপিএল না-হয় এবং বিসিসিআইয়ের বীমা করানো না-থাকে সেক্ষেত্রে বিরাট আর্থিক ক্ষতি হবে। তবে সবগুলো দলেরই সাধারণত বীমা করানো থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়