শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএল বাতিল হলে ভারতীয় বোর্ডের ক্ষতি হবে প্রায় চার হাজার কোটি রুপি

আক্তারুজ্জামান : [২] টাকার ঝনঝনানি কান পাতলেই শোনা যায় ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ লিগ এবার নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। ভারতে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে আক্রান্ত হয়েছে ১১৫ জন। ফলে পিছিয়ে দেয়া হয়েছে সকল ক্রিকেট টুর্নামেন্ট।

[৩] শুধু ক্রিকেটই নয়, ভারত সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দর্শক ও গণজমায়েত এড়াতে ঘরোয়া ও আন্তর্জাতিক সমস্ত ক্রীড়া ইভেন্ট আপাতত স্থগিত রয়েছে। এরই কোপ পড়েছে আইপিএলে। কেননা আইপিএলে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত হন।

[৪] ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিলো আইপিএলের ১৩তম আসর। কিন্তু বোর্ড সিদ্ধান্ত অনুযায়ী ১৫ দিন পিছিয়েছে এ লিগ। কিন্তু দেশটিতে ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। এমতাবস্থায় টুর্নামেন্ট মাঠে নাও গড়াতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।

[৫] এদিকে বাংলা হান্ট ও মহানগর তাদের প্রতিবেদনে বলছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ যদি ভেস্তে যায় তাহলে ভারতীয় বোর্ডের ৩ হাজার ৮৭০ কোটি রুপি ক্ষতি হতে পারে। এই বিরাট অঙ্কের মধ্যে সম্প্রচার ও রেভিনিউ মিলিয়ে ৩ হাজার ২৭০ কোটি টাকা রয়েছে। এছাড়া ২০০ কোটি টাকার সেন্ট্রাল স্পনসরশিপ ও ৪০০ কোটি টাকার টাইটেল স্পনশরশিপ রেভিনিউ৷

[৬] নিমবাস কমিউনিকেশনের চেয়ারম্যান হরিশ থাওয়ানির বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, আইপিএলে ম্যাচ প্রতি ২.৫ কোটি রুপি ক্ষতি হতে পারে। যদি আইপিএল না-হয় এবং বিসিসিআইয়ের বীমা করানো না-থাকে সেক্ষেত্রে বিরাট আর্থিক ক্ষতি হবে। তবে সবগুলো দলেরই সাধারণত বীমা করানো থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়