শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাপিয়ার আস্তানায় যেতেন ২ মন্ত্রী, ১ প্রতিমন্ত্রী, ৫ সচিব ও ১০ এমপি

সালেহ্ বিপ্লব : [২] নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার আস্তানায় যাতায়তকারী এই ভিআইপিদের এখন ত্রাহি মধূসূদন অবস্থা। প্রাথমিক তদন্তে ৩০ জনের নাম এসেছে, জিজ্ঞাসাবাদে পাপিয়া তাদের নাম বলেছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
[৩] পাপিয়ার কাছে কারা যেতেন, ওয়েস্টিন হোটেল কর্তৃপক্ষের সরবরাহ করা সিসি টিভি ফুটেজে তার প্রমাণ মিলেছে। পাপিয়ার কাছ থেকে উদ্ধার হওয়া গোপন ভিডিও থেকেও অনেকের সম্পর্কে জানতে পেরেছেন তদন্তকারীরা।
[৪] জানা গেছে, পাপিয়ার ডেরায় নিয়মিত যাতায়াত ছিলো অন্তত ২১ জনের। গত এক মাসের ভিডিও ফুটেজে সরকারের শীর্ষ পর্যায়ের ওই ব্যক্তিদের বাইরে আরো ৫ জনকে কয়েক দফায় ওই আস্তানায় যেতে দেখা গেছে।
[৫] ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এফবিসিসিআইয়ের সাবেক দুই নেতাও পাপিয়ার আস্তানায় নিয়মিত আসা যাওয়া করতেন। এছাড়া তালিকায় আছেন ছাত্রলীগের সাবেক এক সভাপতি এবং স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক শীর্ষ নেতা। স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা সম্প্রতি পদ হারিয়েছেন।
[৬] গত ২২ ফেব্রুয়ারি গোপনে দেশত্যাগের সময় নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াকে বিমানবন্দর এলাকা থেকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করে র‌্যাব। অন্য তিনজন হলেন পাপিয়ার স্বামী ও তার অবৈধ আয়ের হিসাবরক্ষক মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন, পাপিয়ার ব্যক্তিগত সহকারী শেখ তায়্যিবা ও সাব্বির খন্দকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়