শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বানিয়াচঙ্গে শহীদ মিনার প্রাঙ্গনে যত্রতত্র মূত্রত্যাগ ও পরিবেশ নষ্টের দায়ে ৫ জনকে অর্থদন্ড

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচং উপজেলার বড়বাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গনে যত্রতত্র মূত্রত্যাগ ও পরিবেশ নষ্ট করার দায়ে ৫ জনকে দন্ডবিধি ১৮৬০ অনুসারে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে শহীদ মিনারের সম্মান রক্ষা ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকলকে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার ও সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে বুধবার রাত ৮ টার সময় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় শহীদ মিনার এলাকার পরিবেশ নষ্ট করার অপরাধে তাদের দন্ডিত করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- বানিয়াচং চতুরঙ্গারায়ের পাড়ার হারুন মিয়ার পুত্র রুমন মিয়া, আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের মোতাব্বির মিয়ার পুত্র আক্তার মিয়া, শিবপাশা গ্রামের সুলেমান মিয়ার পুত্র মোশাহিদ মিয়া, বানিয়াচং দেশমুখ এলাকার হিরা মিয়ার পুত্র জুয়েল মিয়া, শরিফখানি এলাকার ইয়াদ উল্লার পুত্র আহম্মদ আলী। তাদের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। মোবাইল কোর্টে পরিচালনাকালে তাদের সহযোগিতা কারেন বানিয়াচং থানার একদল পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়