শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের, ভালোবাসা দিবসে স্ত্রী-কন্যার উদ্দেশ্যে সাকিব

স্পোর্টস ডেস্ক : ভালোবাসার এ দিনে সাকিব আল হাসানও শামিল হয়েছেন অন্য সবার কাতারে। নিজের ভালোবাসার কথা জানিয়েছেন অবলীলায়। স্ত্রী উম্মে আহমেদ শিশির আর মেয়ে আলাইনাই তার পৃথিবী। বিশ্ব ভালোবাসা দিবসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এমনটাই জানিয়েছেন।

সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ত্রী ও মেয়ের সঙ্গে দেওয়া সেই স্ট্যাটাসে সাকিব তার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

স্ট্যাটাসটিতে সাকিব আল হাসান লেখেন, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সকল সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়।’

তিনি লেখেন, ‘আমাদের একমাত্র কন্যার মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী। ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়