স্পোর্টস ডেস্ক : ভালোবাসার এ দিনে সাকিব আল হাসানও শামিল হয়েছেন অন্য সবার কাতারে। নিজের ভালোবাসার কথা জানিয়েছেন অবলীলায়। স্ত্রী উম্মে আহমেদ শিশির আর মেয়ে আলাইনাই তার পৃথিবী। বিশ্ব ভালোবাসা দিবসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এমনটাই জানিয়েছেন।
সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ত্রী ও মেয়ের সঙ্গে দেওয়া সেই স্ট্যাটাসে সাকিব তার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
স্ট্যাটাসটিতে সাকিব আল হাসান লেখেন, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সকল সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়।’
তিনি লেখেন, ‘আমাদের একমাত্র কন্যার মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী। ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’