শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরার পাটকেলঘাটায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় ডাকাতির ঘটনায় পুলিশ অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোর রাতে পাটকেলঘাটা থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ টি দাসহ দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয় এবং লুন্ঠিত মালামালের মধ্য হতে ০২(দুই) টি শাড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের ইদ্রিস সরদার ওরফে ইদুর ছেলে শহিদুল ইসলাম (৫৬), দেয়াড়া মাঠপাড়ার আহাদ খা’র ছেলে ভুট্ট খাঁ (৩২) ও ধুলন্ডা গ্রামের আমজাদ গাজীর ছেলে সাইদুল গাজী ওরফে ডাবা। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারী রাত পৌনে ৩ টার দিকে পাটকেলঘাটার সৈয়দপুর গ্রামের অমর ঘোষ ও তার মামাতো ভাই গৌতম ঘোষের বসতঘরে অজ্ঞাতনামা ১৩/১৪ জনের ডাকাত দল অস্ত্র-শস্ত্রসহ প্রবেশ করে নগদ টাকা, শাড়ি কাপড়, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ সর্বমোট মূল্য ৮ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়। মামলা নং-০৭। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলাবার ভোর রাতে তাদের স্ব-স্ব বাড়িতে অভিযান চালিয়ে উক্ত তিন জনকে গ্রেফতার করে। এ নিয়ে গ্রফতারকৃত এই তিনজনসহ মোট ৯ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তিনি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়