মুসফিরাহ হাবীব: শোনা যাচ্ছিল দক্ষিণের পরিচালক জুটি রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডি কে-র সঙ্গে কাজ করতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এবার পরিচালক জুটিই সেকথা জানিয়ে বলেছেন, আপাতত তারিখ নিয়ে চিন্তাভাবনা করছেন শাহরুখ খান। সব স্থির হলেই তিনিই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবেন। প্রসঙ্গত, এ জুটিই তৈরি করেছেন রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি স্ত্রী।
পরিচালক ডি কে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এ ছবির চিত্রনাট্য নিয়ে শাহরুখের সঙ্গে আলোচনা হয়েছে । ছবির গল্প খুবই ভালো লেগেছে শাহরুখের। উনি এখন তারিখ নিয়ে ভাবনাচিন্তা করছেন। এ মুহূর্তে রাজ এবং ডি কে ব্যস্ত তাদের জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান-এর দ্বিতীয় সিজনের কাজ নিয়ে।