শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসের আলামত মেলেনি আশুগঞ্জে কর্মরত চীনা নাগরিকদের

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: সম্প্রতি চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা একজন চীনা নাগরিককে আইসোলেশনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে তার মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এছাড়াও সতর্কতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র ও সারকারখানায় কর্মরত প্রায় ২৬১ জন চীনা নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে মেডিক্যাল ডেস্কের কার্যক্রম চলছে। গত দুই সপ্তাহ ধরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে থাকা মেডিক্যাল ডেস্কের স্বাস্থ্যকর্মীরা ভারত এবং বাংলাদেশে যাতায়াতকারী বিপুল সংখ্যক যাত্রীদের মৌখিক পরীক্ষাসহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করছে এবং তাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করছে। তবে থার্মাল স্ক্যানার পেলে যাতায়াতকারীদের সংস্পর্শে না এসেই দুই মিটার দূর থেকে নিরাপদভাবে জ্বর মাপা সম্ভব হবে।

জেলা সিভিল সার্জন ডাক্তার শাহআলম জানান, আখাউড়া বন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য উন্নতমানের একটি থার্মোমিটার আনা হয়েছে। এতে স্বাস্থ্যকর্মীরা প্রায় এক মিটার দূর থেকে জ্বর মাপতে পারবে। এখনো পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কেউ সনাক্ত হয়নি। সম্পাদনা : তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়