মেহেরুবা শহীদ: 'বিকামিং' বইটির অডিও ভার্সনের জন্য সোমবার এ পুরস্কারে ভূষিত হন তিনি। ২০১৮ সালে বইটির হার্ডকভার প্রকাশের প্রথম দিনেই ৭ লাখের বেশি কপি বিক্রি হয়। এরপর শুধু যুক্তরাষ্ট্র-কানাডাতে বিক্রি হয় ২০ লাখ কপি। সর্বোচ্চ বিক্রয়কৃত বইয়ের তালিকাও স্থান পায় এটি। ভোগ
এর আগে ১৯৯৭ সালে ‘ইট টেক অ্যা ভিলেজ’ অডিও বইয়ের জন্য সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকেও এ পুরস্কারে ভূষিত করা হয়। এখানেই শেষ নয়, ২০০৬ ও ২০০৮ সালে ‘ড্রিম ফ্রম মাই ফাদার’ ও ‘দ্য অডাসিটি অব হোপ’ বইয়ের জন্য বারাক ওবামাও এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। সম্পাদনা: রাশিদ রিয়াজ