সিরাজুল ইসলাম : রোববার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা জানান, ওই ব্যক্তি চীন থেকে এমবিবিএস পাস করে দেশে এসেছেন। তাকে এসএমএস হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। তাকে অন্য রোগী থেকে পৃথক করে রাখা হয়েছে। রয়টার্স
মন্ত্রী জানান, ওই ডাক্তারের পরিবারের সদস্যদেরও স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দ্রেয়া হয়েছে। তার রক্ত পরীক্ষার জন্য পুনের জাতীয় ভাইরাস পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, তার রাজ্যের চার জেলার ১৮ জন মানুষ চীন থেকে দেশে ফিরেছেন। লোকগুলোকে ২৮ দিন পর্যবেক্ষণে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রধান ও চিকিৎসা কর্মকর্তাদের।
দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানা মন্ত্রী রঘু শর্মা।