সুজন কৈরী: রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৮ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা রাজধানীর মোহাম্মদপুর থেকে দুই শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় জড়িত।
শনিবার রাতে আটক এ চক্রের সদস্যদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গাড়ি, পুলিশের পোশাক এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
ডিএমপির ডিসি মাসুদুর রহমান জানান, মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাসা থেকে বেরিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর তাদের পরিবারের করা জিডির সূত্র ধরে তদন্তের পরিপ্রেক্ষিতে অপহরণকারী চক্রের সন্ধান পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে চক্রের আট সদস্যকে আটক করা হয়েছে।
এ বিষয়ে রোববার বেলা সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি দুপুরে বাসা থেকে বেরিয়ে তানজিম আল ইসলাম দিবস (১৭) ও মো. খালিদ হাসান ধ্রুব (১৯) নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হন। তারা আগারগাঁওয়ের আইডিবি ভবনে ল্যাপটপ কিনতে যাচ্ছিলেন।
ধ্রুব ঢাকা কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং তার ভাতিজা দিবস একটি ইংরেজি মাধ্যম স্কুলের এ লেভেলের শিক্ষার্থী। নিখোঁজের ঘটনাঢ তেজগাঁও ও মোহাম্মাদপুর থানায় দুইটি জিডি করেন পরিবারের সদস্যরা। সম্পাদনা: জেরিন