আক্তারুজ্জামান : পাকিস্তান সফরের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের শুরুটাও ভালো হলো না বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ে নেমে গতকালকের চেয়েও খারাপ সংগ্রহ পেয়েছে টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান তুলেছে মাহমুদউল্লাহরা। সিরিজ জিততে ১৩৭ রান করতে হেব স্বাগতিক পাকিস্তানকে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে আজও সুবিধা করতে পারেনি টাইগাররা। ওপেনার তামিম ইকবাল ৫৩ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৬৫ রান করেন। এছাড়া উল্লেখযোগ্য আর কেউই রান পাননি। আফিফ হোসেন ২০ বলে ২১ ও মাহমুদউল্লাহ ১২ বলে ১২ রান করেন। বাকি ব্যাটসম্যানদের সবাই আসা যাওয়ায় ব্যস্ত ছিলেন।
পাকিস্তানের হয়ে আজ সাতজন বোলার হাত ঘুরিয়েছেন। হাসনাইন দুইটি এবং শাদাব খান, শাহিন আফ্রিদি ও হারিস রউফ একটি উইকেট নেন।