স্পোর্টস ডেস্ক : চলমান বিগ ব্যাসের ম্যাচ চলাকালে ধারাভাষ্যকারদের সাথে অন এয়ারে যুক্ত হয়েছিলেন অস্ট্রেরিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি। এ সময় নিজে খেলাকালীন একটি অপরাধের কথা বলে জরিমানা গুনলেন তিনি।
হাসি বলেন, ‘ক্রিকেট পিচে সাধারণত এভাবে হাঁটতে নেই, কিন্তু আমি স্পাইক (তীক্ষ্ণ বা ধারালো ভিতবিশিষ্ট জুতা) পড়ে হেঁটেছিলাম। স্পাইক একটু দেবে যাচ্ছিলো, তাই ভাবলাম পিচে ময়েশ্চার আছে যা স্পিনারদের সহায়তা করতে পারে। যদিও দুর্ভাগ্যবশত আমার অনেক স্পিনার একাদশের বাইরে রয়েছে।’
হাসির এমন জবাব শুনে ভড়কে যান ধারাভাষ্যকাররাও। কারণ ক্রিকেট পিচে স্পাইক মাড়ানোর নিয়ম নেই। এমনকি পিচ ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কোনো বস্তু পিচে রাখারও নিয়ম নেই।
হাসিমুখে বলা কথায় হাসি তাই ফেঁসে যান। তার বিরুদ্ধে আনা হয় অভিযোগ। সেই অভিযোগ থেকে বাঁচতে স্পাইক পড়ে হাঁটার কথাকে রসিকতা বলে উল্লেখ করেছিলেন। তাতে শাস্তির মাত্রা কমলেও পার পেতে পারেননি। মেলবোর্ন স্টার্সের কোচকে তাই গুনতে হচ্ছে ২ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা। যদিও এদিন অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে সেই ম্যাচে হেরে গিয়েছিলো মেলবোর্ন স্টার্স।