ইয়াসিন আরাফাত : ভারতের ‘জাতীয় শিশু পুরস্কার-২০২০’ অনুষ্ঠানে শিশুদের সাহসিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। এনডিটিভি
তিনি বলেন, বেশ কয়েক বছর আগে একজন আমার কাছে জানতে চেয়েছিলো আমার উজ্জ্বল মুখের রহস্য কী? আমি খুব সহজ উত্তর দিয়েছিলাম। আমি বলেছিলাম, আমি অত্যন্ত পরিশ্রম করি এবং এত ঘামি যে তা দিয়ে নিজের মুখ ম্যাসাজ করতে পারি। এর ফলেই এই ঔজ্জ্বল্য পেয়েছি আমি।
তিনি পরামর্শ দেন প্রতিটি শিশুরই বেশি করে ঘামা উচিত, অন্তত দিনে চারবার। প্রধানমন্ত্রী বলেন, দু’টি পথ রয়েছে। একটি ক্ষেত্রে মানুষ পুরস্কার ও সম্মান পেয়ে অহংকারী হয়ে ওঠে। অন্য ক্ষেত্রে কিছু মানুষ আরো ভাল করার উত্সাহ হিসেবে পুরস্কারকে গ্রহণ করে।