শিরোনাম
◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ◈ ভোরে কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাদির ওপর হামলার পর বিএনপি, জামায়াত ও এনসিপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ উদ্বোধনের আগেই ভাঙতে হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সিলিং ◈ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : সেনাপ্রধান ◈ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, দ্রুত গ্রেপ্তারের ইঙ্গিত ডিএমপি কমিশনারের ◈ এভারকেয়ারে হাদিকে দেখতে তিন উপদেষ্টা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:২২ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএএর প্রতিবাদে ২৯ জানুয়ারি ভারত বন্ধের ডাক দিলো শাহিনবাগের বিক্ষোভকারীরা

সালেহ্ বিপ্লব : প্রায় এক মাস ধরে সিএএ ও এনআরসি-র প্রতিবাদে বিক্ষোভ চলছে দিল্লির শাহিনবাগে। রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হচ্ছে। মঙ্গলবারই তারা দিল্লির গভর্নরের সঙ্গে দেখা করেন। আর সেখানে তাদের কথা শোনা হয়েছে বলে জানিয়েছে ওই প্রতিনিধি দল। বিক্ষোভ চললেও এবার থেকে স্কুল বাস যাওয়ার জায়গা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। মোট আট মহিলা এদিন দেখা করেন গভর্নরের সঙ্গে। কলকাতা২৪

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ২৯ জানুয়ারি ভারত বনধের ডাক দিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সিনাল ল বোর্ডের সেক্রেটারি মৌলানা সাজ্জাদ নোমানি। সোমবারই দেশের সব মানুষকে এই বনধে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। সূত্রের খবর, এই বনধকে সমর্থনের ডাক দিয়েছেন শাহিন বাগের বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, শাহিনবাগের সমর্থনে কলকাতার রাস্তাতেও চলছে বিক্ষোভ। ২৫ জনকে নিয়ে পার্ক সার্কাস ময়দানে শুরু হয়েছিল এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন। দিনে দিনে সেই সংখ্যাটা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রায় ১৫ দিন ধরে চলছে সেই বিক্ষোভ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়