শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬টি দলকে নিয়ে চতুর্থ জাতীয় মহিলা রাগবি মাঠে গড়াবে ২৮ জানুয়ারি শুরু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। যেখানে ১৬টি দল অংশ নিবে।

২০০৬ সাল থেকে বাংলাদেশে রাগবি খেলার পথচলা শুরু হয়। প্রথম দিকে কেবল পুরুষ দলের প্রতিযোগিতা হত। ২০১৩ সালে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মহিলা রাগবি খেলা শুরু হয়। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠানটি সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। কখনো ওয়ালটনের, কখনো মার্সেল এর ব্যানারে নিয়মিত মহিলা রাগবিতে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। তারই ধারাবাহিতকতায় ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ‘মার্সেল এয়ারকন্ডিশনার চতুর্থ জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতা-২০২০’।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ( গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তারেক মসলিস খানসহ অন্যারা।

দলগুলোর মধ্যে রয়েছে ঢাকা জেলা, নারায়নগঞ্জ জেলা,চাদঁপুর জেলা, হবিগঞ্জ জেলা, নড়াইল জেলা, জয়পুরহাট জেলা, রংপুর জেলা, ঠাকুরগাঁও জেলা, জামালপুর জেলা, কিশোরগঞ্জ জেলা,  কক্সবাজার জেলা, রাজশাহী জেলা এবং দিনাজপুর জেলা।

১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। চার গ্রুপ থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে। দুটি দল খেলবে ফাইনাল। চ্যাম্পিয়ন, রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দেওয়া হবে। টুর্নামেন্টের সেরা দুজনকেও পুরস্কৃত করবে ওয়ালটন।

এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোকে যাতায়াত খরচ, থাকা-খাওয়া, জার্সি ও একটি করে বল দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়