মেহেরুবা শহীদ : ১৯৭৩ সালে আইসল্যান্ডে ভেঙে পড়েছিল একটি মার্কিন সামরিক বিমান। পুরোনো নথি ঘেঁটে দেখা যায়, সেই দুর্ঘটনায় কেউ মারা যায়নি। বিমানটি পরে সেখান থেকে সরিয়েও ফেলা হয়নি। সেই থেকে জায়গাটি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। পর্যটকরা ঘুরতে যান সেখানে। সম্প্রতি ঘুরতে গিয়ে খোঁজ পাওয়া গেল এক যুগলের মৃতদেহ। বিবিসি
প্রথমে ভাঙা বিমানটির কাছাকাছি গেলে পর্যটকদের চোখে পড়ে এক নারীর মৃতদেহ। ঘণ্টা দুয়েক পর খানিকটা দূরে গেলে দেখা মেলে একজন পুরুষের মৃতদেহ। এর কিছুক্ষণ পর পুলিশ এসে মৃতদেহ দুটোকে উদ্ধার করেন। আগামী সপ্তাহে হবে তাদের ময়না তদন্ত। পুলিশের পক্ষ থেকে জানো হয়, তাদের মৃত্যুর সঙ্গে অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের সংযোগ পাওয়া যায়নি। সম্ভবত তারা এখানে ঘুরতে এসে ঠান্ডাজনিত রোগ হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সম্পাদনা: রাশিদ