শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র তৈরিতে সমঝোতা স্বাক্ষর করলো বাংলাদেশ ও ভারত

রাশিদ রিয়াজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন শ্যাম বেনেগাল। যৌথ প্রযোজনায় বাংলাদেশ-ভারত। এই মর্মে মঙ্গলবার সমঝোতা স্বাক্ষর করলো দুই দেশ। ভারতের তরফে এনএফডিসি আর বাংলাদেশের তরফে এফডিসিবি, এই সমঝোতা স্বাক্ষর করে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত 'ইন্দো-বাংলাদেশ তথ্য-সম্প্রচার মন্ত্রক' কনক্লেভের ফাঁকেই এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর এবং বাংলাদেশের তথ্য-সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ২০২১ সালে। সে বছর শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবি মুক্তি পাবে।

অনুষ্ঠানে মন্ত্রী প্ৰকাশ জাভেদকর বলেন, "বাংলাদেশ ভারতের স্বাভাবিক মিত্র। দুই দেশের প্রচুর মিল।' এর পাশাপাশি দুই দেশের বেতার অনুষ্ঠান সম্প্রচার সংক্রান্ত একটা সমঝোতা চুক্তি এদিন উদ্বোধন করে ইন্দো-বাংলাদেশ। সেই চুক্তিতে বলা, বাংলাদেশের 'বেতার' আর ভারতের 'অল ইন্ডিয়া রেডিও', নিজেদের অনুষ্ঠানকে অপরকে সম্প্রচারের সুযোগ দেবে।

এদিন বাংলাদেশের তথ্য-সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইন্দো-বাংলা সম্পর্ক একটা নতুন উচ্চতা পেয়েছে। বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণে সহায়তা করবে ভারত, এমন প্রতিশ্রুতিও দিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়