আসিফুজ্জামান পৃথিল : অভিযোগটি এক আরপিএফ কনস্টেবলের বিরুদ্ধে। রোববার রাতে ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে। সোমবার ঘটনার কথা নিশ্চিত করেছে পুলিশ। হিন্দুস্তান টাইমস
রোববার রাতে ছত্রপতি টার্মিনাসের পাশের রাস্তায় ট্যাক্সি দাঁড় করিয়ে বসেছিলেন ওই চালক। অমিত ধনখড় নামের ওই আরপিএফ কনস্টেবল সেখানে আসেন। চালককে বলেন তাকে, দক্ষিণ মুম্বাইয়ের গ্রান্ট রোড এলাকার যৌনপল্লিতে পৌঁছে দিতে।
সেখানে যেতে চালক রাজি না হলে তাকে হেনস্থা করে ওই কনস্টেবল। মারধরের পর টানতে টানতে স্টেশনের এক প্রান্তে নিয়ে যায়। তার পর সেখানেই তাকে বলাৎকার করেন বলে অভিযোগ। এমনকি চালকের কাছ থেকে টাকা, গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এমআরএ মার্গ থানায় অভিযোগ দায়ের করেন ওই চালক। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আরপিএফ কনস্টেবলকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দÐবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা:জেরিন