শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা মুক্তিযুদ্ধের কথা বলেন, তাদের অবস্থান নিরাপদ নয়, বললেন আনিসুজ্জামান

আবুল বাশার নূরু: রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সোমবার বিকেলে এক প্রতিবাদী নাগরিক সমাবেশে অধ্যাপক আনিসুজ্জামান একথা বলেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীকে সপরিবারে হত্যাচেষ্টার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন।

আনিসুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি অনেক ক্ষেত্রে বেশি শক্তি সঞ্চয় করছে। এটি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের একটি ব্যর্থতা। ড. সারওয়ার আলীর ওপর যে আক্রমণ হয়েছে, আক্রমণকারীরা যেসব জিনিস ফেলে গেছে, তা থেকে আমাদের মনে দৃঢ় ধারণা হয়, জঙ্গিরা যেভাবে মুক্তবুদ্ধির মানুষকে হত্যা করেছে, এটাও সে রকম। আমাদের দাবি, তাকে হত্যচেষ্টার পেছনে জঙ্গিদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, পুলিশ সেটি খতিয়ে দেখবে এবং ব্যবস্থা নেবে।

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, জাতির অন্যতম বিবেক সারওয়ার আলীকে হত্যাচেষ্টার আট দিন পেরোলেও রাষ্ট্র এ নিয়ে বিচলিত নয়। একদম পরিচিত কায়দায়, পদ্ধতিতে সারওয়ার আলীর ওপর আক্রমণ চালানো হয়েছে। মুক্তিযুদ্ধের নির্মাতারা আক্রান্ত হবে আর এই দেশে মৌখিক মুক্তিযুদ্ধের চর্চা হবে, এই বৈপরীত্য নিয়ে বাংলাদেশ চলতে পারে না। সমাবেশে সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে মূল প্রবন্ধ পাঠ করেন অর্থনীতিবিদ এম এম আকাশ। মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, বর্তমান রাজনৈতিক একটি চর্চা তৈরি হয়েছে, দেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের বিরুদ্ধে সেই চর্চা চলে গেছে। যারা মুক্তিযুদ্ধ করেছে, স্বাধীনতা অর্জন করেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা সব সময় বলে, সেই মানুষগুলোই বলছে, আমরা সংখ্যায় কমে গেছি। আমরা সংখ্যালঘু হচ্ছি। এর থেকে দুঃখের বিষয় আর হতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়