শিরোনাম
◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা মুক্তিযুদ্ধের কথা বলেন, তাদের অবস্থান নিরাপদ নয়, বললেন আনিসুজ্জামান

আবুল বাশার নূরু: রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সোমবার বিকেলে এক প্রতিবাদী নাগরিক সমাবেশে অধ্যাপক আনিসুজ্জামান একথা বলেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীকে সপরিবারে হত্যাচেষ্টার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন।

আনিসুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি অনেক ক্ষেত্রে বেশি শক্তি সঞ্চয় করছে। এটি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের একটি ব্যর্থতা। ড. সারওয়ার আলীর ওপর যে আক্রমণ হয়েছে, আক্রমণকারীরা যেসব জিনিস ফেলে গেছে, তা থেকে আমাদের মনে দৃঢ় ধারণা হয়, জঙ্গিরা যেভাবে মুক্তবুদ্ধির মানুষকে হত্যা করেছে, এটাও সে রকম। আমাদের দাবি, তাকে হত্যচেষ্টার পেছনে জঙ্গিদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, পুলিশ সেটি খতিয়ে দেখবে এবং ব্যবস্থা নেবে।

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, জাতির অন্যতম বিবেক সারওয়ার আলীকে হত্যাচেষ্টার আট দিন পেরোলেও রাষ্ট্র এ নিয়ে বিচলিত নয়। একদম পরিচিত কায়দায়, পদ্ধতিতে সারওয়ার আলীর ওপর আক্রমণ চালানো হয়েছে। মুক্তিযুদ্ধের নির্মাতারা আক্রান্ত হবে আর এই দেশে মৌখিক মুক্তিযুদ্ধের চর্চা হবে, এই বৈপরীত্য নিয়ে বাংলাদেশ চলতে পারে না। সমাবেশে সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে মূল প্রবন্ধ পাঠ করেন অর্থনীতিবিদ এম এম আকাশ। মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, বর্তমান রাজনৈতিক একটি চর্চা তৈরি হয়েছে, দেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের বিরুদ্ধে সেই চর্চা চলে গেছে। যারা মুক্তিযুদ্ধ করেছে, স্বাধীনতা অর্জন করেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা সব সময় বলে, সেই মানুষগুলোই বলছে, আমরা সংখ্যায় কমে গেছি। আমরা সংখ্যালঘু হচ্ছি। এর থেকে দুঃখের বিষয় আর হতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়