শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৬:২৮ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মদিনে স্ত্রীকে কোটি টাকার ঘড়ি দিয়েছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

ইয়াসিন আরাফাত : তার বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানিতে আদালতকে নিজেই এই তথ্য জানান সাবেক এই প্রধানমন্ত্রী। এসময় আদালতকে তিনি বলেন, ‘স্ত্রী রোসমাহ মানসুরকে জন্মদিনে উপহার দিতে ২০১৪ সালের ২২ ডিসেম্বর  যুক্তরাষ্ট্রের হনলুলু থেকে হাতঘড়িটি কিনেন তিনি। যার মূল্য ছিল ১৩০৬২৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি ১০ লাখ টাকা।  ক্রেডিট কার্ডের মাধ্যমে দুইটি বিতর্কিত লেনদেন নিয়ে আদালতকে বিষয়টি জানান নাজিব রাজাক।

মালয়েশীয় অনলাইন সংবাদমাধ্যম ফ্রি মালয়শিয়া টুডে জানায়, নাজিব রাজাকের বিরুদ্ধে আদালতে মোট ৪২টি অভিযোগ আনা হয়েছে। তবে তার বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে কমপক্ষে ৬৮১ মিলিয়ন ডলার নিজের পকেটে ঢুকিয়েছেন। ওই তহবিল থেকে পাচার হওয়া টাকায় সুপার-ইয়ট বা প্রমোদতরী কেনা হয়েছে। এমনকি হলিউডে একটি ছবি তৈরিতেও খরচ করা হয়েছে এই অর্থ। সুপার-ইয়ট বা প্রমোদ তরীটির দাম ছিল ২৫ কোটি ডলার।

মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে গতি আনার লক্ষ্যে তৈরি ওয়ান এমডিবি (মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাড) নামে তহবিলটি গঠন করা হয়েছিল। কিন্তু নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ ব্যক্তিগত বিলাসিতায় রাষ্ট্রীয় সেই টাকা খরচ করেছেন তিনি।

ওয়ান এমডিবি তহবিল থেকে টাকা পাচার নিয়ে যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরসহ কমপক্ষে ছটি দেশে তদন্ত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়