শিরোনাম
◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং ◈ বন্দরকে না জানিয়েই উধাও মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ‘ক্যাপ্টেন নিকোলাস’ ◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ ◈ আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি ◈ ত্রয়োদশ নির্বাচন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ ◈ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা ◈ ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা - হাসপাতালে 'লাশের স্তুপ', চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা  ◈ প‌্যারাগু‌য়ের কারাগারে আন‌ন্দেই কা‌টি‌য়ে‌ছেন, অভিজ্ঞতা বর্ণনা কর‌লেন ব্রা‌জি‌লিয়ান রোনালদিনহো ◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১১:২৫ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান আমির

নিজস্ব প্রতিবেদক : আগামী বুধবার থেকে মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনেই হচ্ছে এবারের আসর। এই টুর্নামেন্টে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। এই নতুন নিয়মে বিপিএল আয়োজন করায় বিসিবির প্রশংসা করেছেন তিনি। এছাড়া তিনি আরো জানান, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও হতে চান।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী হিসাবে আয়োজিত হতে যাওয়া এই প্রশংসা করে আমির বলেন, ‘আমি মনে করি, সবচে বড় পার্থক্য হলো, এবার ক্রিকেট বোর্ড থেকে সবকিছু করা হচ্ছে। এটা দেশের ক্রিকেট ভবিষ্যতের জন্যে খুবই ভালো। ক্রিকেট বোর্ডের অধীনে থাকা ম্যানেজমেন্ট এবং চুক্তি আমাদের জন্য সহজ লাগছে। আমি মনে করি, এটা আমাদের জন্য সুবিধার। আপনি যদি পিএসএল এর দিকে তাকান তাহলে দেখবেন সেখানেও এই নিয়ম হওয়ার কারণে আমাদের তেমন বেগ পেতে হয় না।’

নিজের দল খুলনা টাইগার্স নিয়েও মন্তব্য করেছেন আমির। এই বাঁহাতি পেসার স্কোয়াডের দেশি ক্রিকেটারদের নিয়ে বেশি আশাবাদী। আমির বলেন, ‘আমি তো কেবল কালকে আসলাম। আমি এসেই খেয়াল করেছি, আমাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে, বিশেষ করে কয়েকজন স্থানীয় খেলোয়াড়। আমি আসা করছি, এই আসরে আমরা খুবই ভালো করবো।’

এবারের বিপিএলের আমিরের লক্ষ্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়া। তিনি বলেন, ‘একজন বোলার হিসেবে আমার লক্ষ্য থাকবে এই টুর্নামেন্ট এর সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়