শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১১:২৫ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান আমির

নিজস্ব প্রতিবেদক : আগামী বুধবার থেকে মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনেই হচ্ছে এবারের আসর। এই টুর্নামেন্টে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। এই নতুন নিয়মে বিপিএল আয়োজন করায় বিসিবির প্রশংসা করেছেন তিনি। এছাড়া তিনি আরো জানান, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও হতে চান।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী হিসাবে আয়োজিত হতে যাওয়া এই প্রশংসা করে আমির বলেন, ‘আমি মনে করি, সবচে বড় পার্থক্য হলো, এবার ক্রিকেট বোর্ড থেকে সবকিছু করা হচ্ছে। এটা দেশের ক্রিকেট ভবিষ্যতের জন্যে খুবই ভালো। ক্রিকেট বোর্ডের অধীনে থাকা ম্যানেজমেন্ট এবং চুক্তি আমাদের জন্য সহজ লাগছে। আমি মনে করি, এটা আমাদের জন্য সুবিধার। আপনি যদি পিএসএল এর দিকে তাকান তাহলে দেখবেন সেখানেও এই নিয়ম হওয়ার কারণে আমাদের তেমন বেগ পেতে হয় না।’

নিজের দল খুলনা টাইগার্স নিয়েও মন্তব্য করেছেন আমির। এই বাঁহাতি পেসার স্কোয়াডের দেশি ক্রিকেটারদের নিয়ে বেশি আশাবাদী। আমির বলেন, ‘আমি তো কেবল কালকে আসলাম। আমি এসেই খেয়াল করেছি, আমাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে, বিশেষ করে কয়েকজন স্থানীয় খেলোয়াড়। আমি আসা করছি, এই আসরে আমরা খুবই ভালো করবো।’

এবারের বিপিএলের আমিরের লক্ষ্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়া। তিনি বলেন, ‘একজন বোলার হিসেবে আমার লক্ষ্য থাকবে এই টুর্নামেন্ট এর সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়