শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১১:২৫ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান আমির

নিজস্ব প্রতিবেদক : আগামী বুধবার থেকে মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনেই হচ্ছে এবারের আসর। এই টুর্নামেন্টে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। এই নতুন নিয়মে বিপিএল আয়োজন করায় বিসিবির প্রশংসা করেছেন তিনি। এছাড়া তিনি আরো জানান, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও হতে চান।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী হিসাবে আয়োজিত হতে যাওয়া এই প্রশংসা করে আমির বলেন, ‘আমি মনে করি, সবচে বড় পার্থক্য হলো, এবার ক্রিকেট বোর্ড থেকে সবকিছু করা হচ্ছে। এটা দেশের ক্রিকেট ভবিষ্যতের জন্যে খুবই ভালো। ক্রিকেট বোর্ডের অধীনে থাকা ম্যানেজমেন্ট এবং চুক্তি আমাদের জন্য সহজ লাগছে। আমি মনে করি, এটা আমাদের জন্য সুবিধার। আপনি যদি পিএসএল এর দিকে তাকান তাহলে দেখবেন সেখানেও এই নিয়ম হওয়ার কারণে আমাদের তেমন বেগ পেতে হয় না।’

নিজের দল খুলনা টাইগার্স নিয়েও মন্তব্য করেছেন আমির। এই বাঁহাতি পেসার স্কোয়াডের দেশি ক্রিকেটারদের নিয়ে বেশি আশাবাদী। আমির বলেন, ‘আমি তো কেবল কালকে আসলাম। আমি এসেই খেয়াল করেছি, আমাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে, বিশেষ করে কয়েকজন স্থানীয় খেলোয়াড়। আমি আসা করছি, এই আসরে আমরা খুবই ভালো করবো।’

এবারের বিপিএলের আমিরের লক্ষ্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়া। তিনি বলেন, ‘একজন বোলার হিসেবে আমার লক্ষ্য থাকবে এই টুর্নামেন্ট এর সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়