শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৬:১৮ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ ইচ্ছাকৃত ভাবে খুন করেছে, এটা এনকাউন্টার নয়, বললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ডেস্ক রিপোর্ট  : হায়দরাবাদ এনকাউন্টারের ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেলেন দুই বাংলার সমান জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়,   তিনি গতকাল  শনিবার ২৩তম কল্যাণী বই মেলা উদ্বোধন অনুষ্ঠানে  আরো বলেন, এটি অত্যন্ত ঘৃণ্য কাজ। তিনি আরও আর বলেন, শিক্ষার অভাবেই এমন ধর্ষণের ঘটনা ঘটছে। তবে এনকাউন্টারের ঘটনাকে সমর্থন করেন না তিনি।

এই বিষয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘পুলিশ ইচ্ছাকৃত ভাবে খুন করেছে। এটা এনকাউন্টার নয়। ওই পুলিশদের শাস্তি দেওয়া উচিত। এই ঘটনার ফলে বিচার ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাবে।’

প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার যুগে মানুষকে বই মুখী করার উদ্দেশ্য নিয়ে শুরু হল ২৩তম কল্যাণী বই মেলা। গতকাল ৬ ডিসেম্বর বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাত ধরেই হল শুভ উদ্বোধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগের অধিকর্তা অধ্যাপক ডঃ অমৃত সেন।

সকাল সাতটায় বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয় বইমেলা প্রাঙ্গন থেকে। তারপর সন্ধ্যার মঞ্চে উপস্থিত হন বিখ্যাত রহস্যভেদী সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ আরও বিশিষ্ট ব্যক্তি বর্গ।

কল্যাণী বই মেলায় প্রায় নয় হাজার ফুট জায়গা জুড়ে থাকছে বাংলার প্রখ্যাত প্রকাশনীদের বইয়ের স্টল। প্রায় ছয় হাজার ফুট এলাকা জুড়ে থাকছে বিভিন্ন সরকারি ও বেসরকারি বাণিজ্যিক স্টল। এছাড়াও শিশু দেরি জন্য রয়েছে কিড জোন ও খাওয়ারের বিভিন্ন স্টল। এবারের বইমেলা তথা পুরো কল্যাণীতে প্রথম বার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ক্যারিয়ার টকিজ. কম আয়োজিত ‘এডুকেশন এক্সপো’ এছাড়াও প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, বিভিন্ন সেমিনার, কবি সম্মেলন, থিম প্যাভিলিয়ন, লিটিল ম্যাগাজিন এর নানা অনুষ্ঠানের মাধ্যমে কল্যাণী সেন্ট্রাল পার্ক ময়দানে এগারো দিন ধরে এই বইমেলা চলবে। বিশিষ্ট সাহিত্যিক লেখশ্রী কিন্নর রায়ের হাতে এই মেলার সমাপ্তি টানা হবে।

সূত্র-মহানগর

  • সর্বশেষ
  • জনপ্রিয়