শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ০৭:৫৩ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শচীন, লক্ষ্মণ ও সৌরভের পর এবার দ্রাবিড়কে স্বার্থ সংঘাত নিয়ে চিঠি পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের সাবেক কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে স্বার্থ সংঘাত নিয়ে চিঠি পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। রাহুল এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান এবং ইন্ডিয়া সিমেন্ট গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। এই ইন্ডিয়া সিমেন্ট গ্রুপ আইপিএলে চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক। এই দ্বৈত পদে থাকার জন্য তাকে চিঠি পাঠান বোর্ডের অমবাডস্ম্যান ও এথিক্স অফিসার ডিকে জৈন।

এর আগে স্বার্থ সংঘাতের চিঠি পেয়েছিলেন শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষ্মণ। শচীন ও লক্ষ্মণ দু’জনেই ছিলেন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য। আবার দু’জনেই যথাক্রমে যুক্ত ছিলেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর হিসেবে। সৌরভ নিজেও ছিলেন অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য এবং দিল্লি ক্যাপিটালসের মেন্টর। তিনি সিএবি-র প্রধানও ছিলেন। একসঙ্গে এতগুলো পদে থাকার জন্য স্বার্থসংঘাতের প্রশ্ন তুলেছে বিসিসিআই। সেই জন্য চিঠি পাঠানো হয় এই কিংবদন্তিদের।

ভারতীয় ক্রিকেটের ‘দেওয়াল’-কে চিঠি পাঠানো ডিকে জৈন সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘একটি অভিযোগ পাওয়ার পর গত সপ্তাহে চিঠি পাঠানো হয়েছে রাহুল দ্রাবিড়কে। দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছে রাহুলকে উত্তর দেয়ার জন্য। তার উত্তরের উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’ দ্রাবিড়ের বিরুদ্ধে অভিযোগ আনেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মেম্বার সঞ্জয় গুপ্ত।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে খুবই ভাল কাজ করছেন রাহুল। বিতর্ক থেকে দূরে থাকা রাহুল বোর্ডের চিঠির কী জবাব দেন, সে দিকেই এখন তাকিয়ে ভক্তরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়