শিরোনাম
◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে ◈ ভারতের বিরুদ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া, ফিরছেন ম‌্যাক্সও‌য়েল ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ ◈ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করল সরকার ◈ আ. লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: শফিকুল আলম ◈ পতনের পর স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী ◈ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসরায়েল, ট্রাম্পের কঠোর বার্তা

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ০৭:৫৩ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শচীন, লক্ষ্মণ ও সৌরভের পর এবার দ্রাবিড়কে স্বার্থ সংঘাত নিয়ে চিঠি পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের সাবেক কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে স্বার্থ সংঘাত নিয়ে চিঠি পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। রাহুল এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান এবং ইন্ডিয়া সিমেন্ট গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। এই ইন্ডিয়া সিমেন্ট গ্রুপ আইপিএলে চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক। এই দ্বৈত পদে থাকার জন্য তাকে চিঠি পাঠান বোর্ডের অমবাডস্ম্যান ও এথিক্স অফিসার ডিকে জৈন।

এর আগে স্বার্থ সংঘাতের চিঠি পেয়েছিলেন শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষ্মণ। শচীন ও লক্ষ্মণ দু’জনেই ছিলেন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য। আবার দু’জনেই যথাক্রমে যুক্ত ছিলেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর হিসেবে। সৌরভ নিজেও ছিলেন অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য এবং দিল্লি ক্যাপিটালসের মেন্টর। তিনি সিএবি-র প্রধানও ছিলেন। একসঙ্গে এতগুলো পদে থাকার জন্য স্বার্থসংঘাতের প্রশ্ন তুলেছে বিসিসিআই। সেই জন্য চিঠি পাঠানো হয় এই কিংবদন্তিদের।

ভারতীয় ক্রিকেটের ‘দেওয়াল’-কে চিঠি পাঠানো ডিকে জৈন সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘একটি অভিযোগ পাওয়ার পর গত সপ্তাহে চিঠি পাঠানো হয়েছে রাহুল দ্রাবিড়কে। দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছে রাহুলকে উত্তর দেয়ার জন্য। তার উত্তরের উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’ দ্রাবিড়ের বিরুদ্ধে অভিযোগ আনেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মেম্বার সঞ্জয় গুপ্ত।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে খুবই ভাল কাজ করছেন রাহুল। বিতর্ক থেকে দূরে থাকা রাহুল বোর্ডের চিঠির কী জবাব দেন, সে দিকেই এখন তাকিয়ে ভক্তরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়