শিরোনাম
◈ ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশের ৮ মু‌ক্তি‌যোদ্ধা ও ২ সামরিক অ‌ফিসারসহ ২০ জ‌নের প্রতিনিধি দল ◈ উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে কি না, স্পষ্ট করলেন ইসি আনোয়ারুল ◈ দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপির আছে—তারেক রহমান ◈ মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: পরিচয় মেলেনি গৃহকর্মী আয়েশা’র ◈ জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ◈ তফসিলের পর সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন, বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি  ◈ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ◈ হাইকোর্টের আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ : ডিএম‌পি ◈ ১৩ ব্যাংক থেকে কেনা হলো ২০ কোটি ২০ লাখ ডলার ◈ ১৮টি কেন্দ্র–৪৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার: কড়া নিষেধাজ্ঞা ও নতুন নির্দেশনা

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমানের ‘ভারত’ চলচ্চিত্রের নাম নিয়ে আদালতে মামলা

রাশিদ রিয়াজ : জোরকদমে চলছে ভারতীয় চলচ্চিত্রটির প্রচার। মু্ক্িতর আর বেশিদিন বাকি নেই। হাতে মাত্র ১ সপ্তাহ। ঈদেই মুক্তি পাবে ‘ভারত’। তার আগেই সালমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত এই চলচ্চিত্রের নাম নিয়ে আপত্তি উঠল এবং তা গড়াল আদালতে। ‘ভারত’ নামটিতে আঘাতপ্রাপ্ত হতে পারে দেশপ্রেমীদের আবেগ, এই অভিযোগ তুলেই দিল্লি হাইকোর্টে ইতিমধ্যে দায়ের হয়েছে নির্মাতাদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা। দাবি উঠেছে অবিলম্বে ছবির নাম পরিবর্তন করার।

মামলাকারীর অভিযোগ, সালমানের ছবির নাম ভারতীয় দ-বিধির ৩ নম্বর ধারাকে লঙ্ঘন করেছে। যাতে বলা হয়েছে ‘ভারত’ নামটি বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করলে তা আইনত অপরাধ। অতএব, ছবির নাম হিসেবে কোনও মতেই ‘ভারত’ ব্যবহার করা যাবে না, দাবি মামলাকারীর। শুধু তাই নয়, একটি সংলাপে দেখা গিয়েছে ছবির মুখ্য চরিত্রের সঙ্গে ভারত অর্থাৎ দেশের তুলনা টানা হয়েছে। যা কিছুতেই মেনে নেওয়া যায় না, এমনটাই অভিযোগ তুলেছেন ওই মামলাকারী। তাই ছবি থেকে ওই সংলাপ ছেঁটে ফেলার দাবিও করেছেন ওই ব্যক্তি। এর প্রমাণ হিসেবে আদালতের কাছে তিনি ছবির ট্রেলার পেশ করেছেন। তার বক্তব্য, ছবির এই বিষয়গুলি আঘাত হানতে পারে ভারতীয়দের আবেগে।

প্রসঙ্গত, ৫ জুন মুক্তি পাবে আলী আব্বাস জাফর পরিচালিত এই চলচ্চিত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়