শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০১:৩২ রাত
আপডেট : ৩১ মে, ২০১৯, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মক্কায় মুসলিম ওয়ার্ল্ড লিগের সম্মেলনে যোগ দিয়েছেন ১৩৯ রাষ্ট্রের মন্ত্রী ও ইসলামিক স্কলারগণ

আমিন মুনশি : পবিত্র মক্কা নগরীর হিলটন কনভেনশনাল পাঁচ তারকা হোটেলে চলছে রাবেতা আল আলম আল ইসলামির (মুসলিম ওয়ার্ল্ড লিগ) ‘কোরআন ও সুন্নাহর আলোকে মধ্যপন্থা ও পরিমিতিবোধ’ শীর্ষক চারদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সার্বিক তত্ত্বাবধানে ২৭ মে শুরু হওয়া এ কনফারেন্সে অংশ নিয়েছেন বিশ্বের ১৩৯ রাষ্ট্রের মন্ত্রী, ইসলামিক স্কলার, বুদ্ধিজীবীসহ মুসলিম বিশ্বের হাজারেরও বেশি বিজ্ঞ মুফতি, আলেম, গবেষক ও সমাজসেবকরা।

এ সম্মেলনে সৌদি বাদশাহর পক্ষ থেকে উদ্বোধনী বক্তব্য দেন বাদশাহর উপদেষ্টা ও পবিত্র মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফায়সাল। উদ্বোধনী পর্বে আরো বক্তব্য রাখেন, চেচনিয়ার রাষ্ট্রপতি সাইয়েদ রমজান আহমদ কাদরুফ। বিভিন্ন রাষ্ট্র থেকে আমন্ত্রিত অতিথিরাও বক্তব্য পেশ করেন। বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষ থেকে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ। (বাংলানিউজ)

আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দলও অংশ নেন। কনফারেন্সে মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘ইসলাম শান্তির ধর্ম, যে ধর্মে চরমপন্থা, সহিংসতা কিংবা সন্ত্রাসের কোনো স্থান নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুসলমানদের মধ্যপন্থী জাতি হিসেবে অভিহিত করেছেন। ইসলামের মধ্যপন্থা ও উদারতার আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। ইসলামের নাম ব্যবহার করে যারা হিংসা-বিদ্বেষ ছড়াতে চায়, তাদের বিষয়ে মুসলিম উম্মাহকে বিশেষভাবে সজাগ থাকতে হবে।’

বাংলাদেশে থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন, শোলাকিয়া ঈদগাহের সম্মানিত ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাওলানা কামাল উদ্দীন জাফরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাজমুল হক নদভি, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া চট্টগ্রামের সম্মানিত মুহাদ্দিস মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, কক্সবাজারস্থ ইসলামি শিক্ষানিকেতন মা’হাদ আন-নিবরাসের সম্মানিত পরিচালক মাওলানা জিয়াউল হক, জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি শাইখ শামসুল হক খান, বাংলাদেশ ইনস্টিউট অব ইসলামিক থট এর নির্বাহি পরিচালক ড. আবদুল আজিজ ও বিশিষ্ট লেখক আলেম মাওলানা রুহুল আমিন সাদিসহ আরো বেশ কজন।

২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত চার দিনব্যাপী আন্তর্জাতিক এ সম্মেলনের শেষ দিন অনুষ্ঠিত হবে পবিত্র মক্কা নগরীর নথিপত্র (চার্টার অব মক্কা) ঘোষণার ঐতিহাসিক পর্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়