শিরোনাম
◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ 

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৬:০৪ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জায়েদুল আহসান পিন্টু মনে করেন, ভারত-বাংলাদেশ অমীমাংসিত ইস্যুর সমাধানে আশা-নিরাশা দু’টোই বিদ্যামান

লিয়ন মীর : নরেন্দ্র মোদীর নতুন সরকারের সঙ্গে ভারত-বাংলাদেশের মধ্যকার অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের ক্ষেত্রে আশা-নিরাশা দু’টোই বিদ্যামান আছে বলে মন্তব্য করেছেন বেসরকারি টেলিভিশন ডিবিসির সম্পাদক জায়েদুল আহসান পিন্টু। আমাদের নতুন সময়ের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে আমি অতিরিক্ত আশা করছি না, আবার আশা ছেড়েও দিচ্ছি না।

তিনি বলেন, নরেন্দ্র মোদী জিতেছেন, বলে জট খুলে যাবে, সেটা নয় আবার তিনি হেরে গেলে সমাধানের পথ বন্ধ হয়ে যাবে, তাও নয়। এটা সরকার টু সরকার বিষয়। কোনো বিশেষ দল বা গোষ্ঠীর উপর নির্ভর করছে না। দুই. এগুলো দেশের দীর্ঘদিনের চলমান সমস্যা। কিছু সমস্যার সমাধান হয়েছে আবার কিছু সমাধানের পথে ঝুলে আছে।

তিনি আরো বলেন বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অনেককগুলো ইস্যু রয়েছে... সীমান্তে হত্যাকা-ের কোনো সমাধান হচ্ছে না। তিস্তার পানি চুক্তি টেবিল থেকে উঠে গিয়ে আটকে রয়েছে আবার তার সঙ্গে গঙ্গার পানিরও সঠিক সুরাহা হচ্ছে না, ভারত যখন ইচ্ছা তখন দিচ্ছে আবার যখন ইচ্ছা তখন বন্ধ করে দিচ্ছে। আমরা কখনোই পর্যাপ্ত পানি পাচ্ছি না। দু’দেশের মধ্যে ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে। সেটা ভারত চাইলেও একদিনে সমাধান করতে পারবে না।  এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধার মুখেই তিস্তা চুক্তি আটকে রয়েছে। কিন্তু এখানে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে কিনা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। কেননা রাজ্য সরকারকে পাশ কাটিয়ে কেন্দ্র সরকার এটা করতে পারে না। তবে এখন মমতার যেহেতু জোর কমেছে সেহেতু এখন হয়তো কেন্দ্রীয় সরকারের অবস্থান আরো পরিষ্কার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়