লিউনা হক: ভূমধ্যসাগরে দুইটি নৌকা থেকে প্রায় দুই শতাধিক শরণার্থীর একটি দলকে শনিবার মাল্টার সেনাবাহিনী উদ্ধার করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। দলটিতে একজন গর্ভবতী মহিলাসহ বেশকয়েকজন শিশু ছিল। তবে তারা কোন কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
শুক্রবার মাল্টার দক্ষিণাঞ্চলে একটি নৌকা ডুবে যেতে দেখলে স্থানীয় উদ্ধারকারী দল তাদেরকে বাঁচাতে এগিয়ে আসে। একই সময় মাল্টা অভিমুখী আরো একটি নৌকা চোখে পড়ে। পরে দুইটি নৌকার সবাইকে মাল্টায় আটক করে রাখা হয়।
সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ভাল আবহাওয়ার কারণে গত দুইদিনে লিবিয়া, তিউনিসিয়া ও আলজেরিয়া থেকে শত শত শরণার্থীর আগমন বাড়ছে। এর ফলে সিসিলি, সারদিনিয়া ও লেমপেডুসা থেকে ১২ টি শরণার্থী নৌকা এসেছে। লিবিয়ার কোস্টগার্ড শুক্রবার জানায়, দেশটির রাজধানী ত্রিপোলিতে ২৯০ জন শরণার্থীকে ভাসমান নৌকা থেকে উদ্ধার করা হয়েছে।