শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৩:২০ রাত
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারের বৃত্তেই রয়ে গেলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের খেলা মাঠে গড়াতে আর হাতে গনা মাত্র কয়েকদিন। কিন্তু এই আসরে মাঠে নামার আগে সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। টানা দশটি ওয়ানডে হেরে বিশ্বকাপে আসা দলটি বিশ্বকাপের আগমুহূর্তে প্রস্তুতি ম্যাচে হেরেছে আফগানিস্তানের কাছেও। ব্যাটে-বলে দাপট দেখিয়ে তিন উইকেটের জয় পেল আফগানিস্তান।

টসে জিতে আগে ব্যাট করে বাবর আজমের সেঞ্চুরিতে ৪৭ ওভার ৫ বলে ২৬২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ১০৮ বলে বাবরের ব্যাটে আসে দশটি চার ও দুটি ছক্কায় ১১২ রানের ইনিংস। এছাড়া অভিজ্ঞ শোয়েব মালিক এবং ইনফর্ম ওপেনার ইমাম উল হক এদিন পেয়েছেন রানের দেখা। ইমাম করেন ৩২ রান। শেষের দিকে কার্যকরী ৪৪ রানের ইনিংস খেলেন মালিক।

মূলত আফগান বোলারদের সম্মিলিত আক্রমণের সামনে এদিনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। দাওলাত জাদরান এবং রশিদ খান নেন দুটি করে উইকেট। মোহাম্মদ নবীর শিকার তিনটি উইকেট।

বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে আফগানিস্তান। ২৩ রান করে অবসরে যান মোহাম্মদ শেহজাদ। জাজাই ফিরেন ২৮ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে। পাক বোলারদের নৈপুণ্যে শেষদিকে উইকেট হারাচ্ছিল আফগানরা। কিন্তু হাশমতউল্লাহ শহীদির ১০২ বলে খেলা অপরাজিত ৭৪ রানের দায়িত্বশীল একটি ইনিংসে দুই বল হাতে রেখেই জয় পায় আফগানরা।

রহমত শাহ ৩২ এবং মোহাম্মদ নবী করেন ৩৪ রান। পাক বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন অভিজ্ঞ ওয়াহাব রিয়াজ। দুটি উইকেট নেন ইমাদ ওয়াসিম।

কিছুদিন আগেই ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। তারও আগে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়