শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৩:২০ রাত
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারের বৃত্তেই রয়ে গেলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের খেলা মাঠে গড়াতে আর হাতে গনা মাত্র কয়েকদিন। কিন্তু এই আসরে মাঠে নামার আগে সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। টানা দশটি ওয়ানডে হেরে বিশ্বকাপে আসা দলটি বিশ্বকাপের আগমুহূর্তে প্রস্তুতি ম্যাচে হেরেছে আফগানিস্তানের কাছেও। ব্যাটে-বলে দাপট দেখিয়ে তিন উইকেটের জয় পেল আফগানিস্তান।

টসে জিতে আগে ব্যাট করে বাবর আজমের সেঞ্চুরিতে ৪৭ ওভার ৫ বলে ২৬২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ১০৮ বলে বাবরের ব্যাটে আসে দশটি চার ও দুটি ছক্কায় ১১২ রানের ইনিংস। এছাড়া অভিজ্ঞ শোয়েব মালিক এবং ইনফর্ম ওপেনার ইমাম উল হক এদিন পেয়েছেন রানের দেখা। ইমাম করেন ৩২ রান। শেষের দিকে কার্যকরী ৪৪ রানের ইনিংস খেলেন মালিক।

মূলত আফগান বোলারদের সম্মিলিত আক্রমণের সামনে এদিনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। দাওলাত জাদরান এবং রশিদ খান নেন দুটি করে উইকেট। মোহাম্মদ নবীর শিকার তিনটি উইকেট।

বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে আফগানিস্তান। ২৩ রান করে অবসরে যান মোহাম্মদ শেহজাদ। জাজাই ফিরেন ২৮ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে। পাক বোলারদের নৈপুণ্যে শেষদিকে উইকেট হারাচ্ছিল আফগানরা। কিন্তু হাশমতউল্লাহ শহীদির ১০২ বলে খেলা অপরাজিত ৭৪ রানের দায়িত্বশীল একটি ইনিংসে দুই বল হাতে রেখেই জয় পায় আফগানরা।

রহমত শাহ ৩২ এবং মোহাম্মদ নবী করেন ৩৪ রান। পাক বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন অভিজ্ঞ ওয়াহাব রিয়াজ। দুটি উইকেট নেন ইমাদ ওয়াসিম।

কিছুদিন আগেই ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। তারও আগে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়